দিনাজপুরের বিরলে জমি-জমা সংক্রান্ত শক্রুতার জের ধরে দফায় দফায় সংঘর্ষে পিতা-পুত্র আহত হয়েছে। আহত পিতা-পুত্রের অবস্থা আশংকা জনক। ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।জানাগেছে, শুক্রবার সকালে উপজেলার ভান্ডারা ইউপি’র দক্ষিণ বালান্দোর গ্রামের গোলাম সারোয়ারের সেরোর কলেজ পড়–য়া পুত্র হাসিবুর রহমান...